শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিগারকে অব্যাহতি

ক্রীড়া ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিগারকে অব্যাহতি

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডেভিড টিগার। কিন্তু গাজা-ইসরাইল দ্বন্দ্বে তার অবস্থানের কারণে নিরাপত্তা ইসু্যতে তাকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

গত বছরের শেষদিকে ইসরাইলপন্থি বক্তব্য দেন টিগার। অক্টোবরে এবিএসএ জিউইশ অ্যাচিভার অ্যাওয়ার্ডসে রাইজিং স্টার খেতাব জেতার পর তিনি তা উৎসর্গ করেন ইসরাইলি সৈন্যদের। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, 'অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, হঁ্যা আমি এই পুরস্কার পেয়েছি এবং এখন আমি রাইজিং স্টার। কিন্তু প্রকৃত রাইজিং স্টার ইসরাইলের তরুণ সেনারা। সুতরাং আমি এই পুরস্কার সেই দক্ষিণ আফ্রিকান পরিবারকে উৎসর্গ করছি যারা তাদের বিয়ে করেছে এবং এখনো যারা নিখোঁজ। আমি এটা ইসরাইল রাষ্ট্রকে এবং প্রতিটি সৈন্যকে উৎসর্গ করছি যারা আমাদের বেঁচে থাকতে যুদ্ধ করছে।'

টিগারকে বিশ্বকাপ দলের অধিনায়কত্ব দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিনপন্থিরা ক্ষোভে ফুসে ওঠেন। নতুন বছরে দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট চলাকালে নিউল্যান্ডস স্টেডিয়ামের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।

আর এমন অবস্থা আরও তীব্রতর হতে পারে ভেবে টিগারকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে সিএসএ। তবে স্কোয়াডে তাকে রেখে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডটি জানায়, 'সব পরিস্থিতি বিবেচনায় সিএসএ সিদ্ধান্ত নিয়েছে ডেভিডকে টুর্নামেন্টের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। সব খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও ডেভিডের স্বার্থে এই সিদ্ধান্ত। ডেভিড স্কোয়াডের গুরুত্বপূর্ণ ও সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থাকবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে