শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে ডাবল লিড নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
হ্যামিল্টনে সফরকারী পাকিস্তানের বিপক্ষে উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের উচ্ছ্বাস -ওয়েবসাইট

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না পাকিস্তান। বিশ্বকাপ ব্যর্থতা ভোলার মিশনে তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্টে ধবলধোলাই হয়েছিল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় টি২০-তে হেরেছে শাহিন আফ্রিদির দল। এই ম্যাচে মূলত অ্যাডাম মিলনের পেস আগুনে পুড়েছে সফরকারীরা।

ওপেনার ফিন অ্যালেনের হাফ-সেঞ্চুরি ও পেসার এডাম মিলনের বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ২১ রানে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ম্যাচসেরা অ্যালেন করেছেন ৭৪ রান ও বল হাতে মিলনে শিকার করেন ৪ উইকেট। আগামী ১৭ জানুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় টি২০ খেলতে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ৩১ বলে ৫৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অ্যালেন ও ডেভন কনওয়ে। ২০ রান কনওয়েকে শিকার করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পেসার আমির জামাল। দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দশম ওভারে নিউজিল্যান্ডের রান ১শ' পূর্ণ করেন অ্যালেন। ১১তম ওভারে দলীয় ১১১ রানে ক্র্যাম্প সমস্যায় ব্যক্তিগত ২৬ রানে আহত হয়ে অবসর নেন উইলিয়ামসন। ১৫ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ২৩ বলে টি২০-তে চতুর্থ হাফ-সেঞ্চুরি করা অ্যালেনকে ১৩তম ওভারে বোল্ড করেন পাকিস্তানের লেগ স্পিনার উসামা মির। ৭টি চার ও ৫টি ছক্কায় ৪১ বলে ৭৪ রান করা অ্যালেন। অ্যালেন ফেরার পর ড্যারিল মিচেলকে ১৭ ও মার্ক চাপম্যানকে ৪ রানে শিকার করে নিউজিল্যান্ডের রানের লাগাম টেনে ধরেন পেসার আব্বাস আফ্রিদি।

তারপরও শেষদিকে মিচেল স্যান্টনারের ক্যামিওতে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ রান করেন করোনায় আক্রান্ত হয়ে প্রথম ম্যাচ খেলতে না পারা স্যান্টনার। পাকিস্তানের হারিস রউফ ৩টি ও আব্বাস ২টি উইকেট নেন।

জবাবে ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। সাইম আইয়ুব ১ ও মোহাম্মদ রিজওয়ান ৭ রানে আউট হন। শুরুর ধাক্কা সামলে উঠতে নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে ২৩ বলে টি২০-তে নবম হাফ-সেঞ্চুরি করেন শূন্যতে জীবন পাওয়া ফখর জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে