ব্রাজিলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখালেন ডরিভাল
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে ভরাডুবির পর থেকে মাঠের খেলায় চেনা রূপে ফিরতে পারেনি ব্রাজিল ফুটবল দল। এমনকি ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বেও ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ফুটবল ফেডারেশনের অস্থিতিশীল অবস্থা। যা ব্রাজিলের ফুটবলকে ফেলেছে নিষেধাজ্ঞার হুমকিতেও। তবে শেষ সময়ে নিষেধাজ্ঞা থেকে পার পেলেও মাঠের খেলায় এখনো ছন্দে ফিরতে পারেনি সেলেসাওরা।
এমন কঠিন সময়ে ব্রাজিলের দায়িত্ব পেয়েছেন কোচ ডরিভাল জুনিয়র। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে সরিয়ে সাও পাওলোর সাবেক কোচ ডরিভালের সঙ্গে আগামী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে ব্রাজিল। কোচ হিসেবে তার নাম ঘোষণার পরই ব্রাজিলের বর্তমান করুণ অবস্থা থেকে উত্তরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন এ কোচ।
ডরিভাল বলেন, 'এখন আমি বিশ্বের সবচেয়ে বেশিবার শিরোপাজয়ীদের প্রতিনিধিত্ব করছি। যারা বিশ্বের অন্যান্য দেশকে অনুপ্রেরণা দিয়ে চলেছে। আরো একবার (শিরোপা) জেতা আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে। আমাদের কঠিন সময় কাটছে। কিন্তু সেখান থেকে ফিরে আসাটা অসম্ভব নয়। আমাদের একটি নির্ভরযোগ্য জাতীয় দল নির্বাচন করতে হবে। যা আমাদের সবাইকে বিশ্বাসযোগ্যতা দেয়।'