শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মোহামেডানের গোল উৎসব আবাহনীর নাটকীয় জয়

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
মোহামেডানের গোল উৎসব আবাহনীর নাটকীয় জয়

ধানমন্ডি ডার্বিতে নাটকীয় এক জয় পেয়েছে ঢাকা আবাহনী। দশজনের দল নিয়ে ম্যাচ শেষের মাত্র দু'মিনিট আগে গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। গত দুই ম্যাচে ধুঁকতে থাকা আবাহনীর প্রত্যাবর্তনটা হলো বিগম্যাচ দিয়েই। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হয় শেখ জামাল। এ ছাড়া আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫-১ গোলে ধসিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শেখ জামাল প্রথমার্ধে বল দখলে একটু এগিয়ে থেকে কিছুই করতে পারেনি। আবাহনীও পারেনি আক্রমণ গড়ে গোল বের করে নিতে। ৩৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় আবাহনী। ফয়সাল আহমেদ ফাহিম বক্সে ঢোকার মুহূর্তে ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি পেছন থেকে পা বাড়িয়ে ফেলে দেন। রেফারি দ্রম্নত লালকার্ড দেখাতে ভুল করেননি। এরপর ফরোয়ার্ড রহিমউদ্দিনকে উঠিয়ে ডিফেন্ডার রেজাউল করিমকে নামান আর্জেন্টিনার কোচ ক্রুসিয়ানি। যেন রক্ষণ আরও জমাট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আবাহনী ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু গোল আসেনি। ক্রুসিয়ানির কৌশল বেশ কাজেও লাগে। যে কারণে বিরতির পরও দশজন নিয়েও খেই হারায়নি আবাহনী। উল্টো জামালের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে তারা। শেষদিকে এসে সাফল্যও আসে। ৮৮ মিনিটে আবাহনী এগিয়ে যায় লিগে প্রথমবারের মতো খেলা গ্রানাডার ফুটবলারের সৌজন্যে। ব্রাজিলিয়ান জোনাথনের দারুণ এক পাসে বাঁ দিক দিয়ে কর্নেলিয়াস বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান। গোলকিপার মাহফুজ হাসান প্রীতম জায়গায় দাঁড়িয়ে তেমন কিছুই করতে পারেননি। এই গ্রানাডার স্ট্রাইকার গত মৌসুমে খেলেছেন শেখ জামালেই। দিনের অন্য ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় মোহামেডান। জোড়া গোল করেন সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডে। একবার জালের দেখা পান মোজাফফর মোজাফফর। রক্ষণ জমাট রেখে খেলতে থাকা ব্রাদার্সের দুঃসময়ের শুরু ২৮তম মিনিট থেকে। বক্সের ভেতরে জাফর ইকবাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মোহামেডান। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। নিজেদের বক্সের পাশে বলের নিয়ন্ত্রণ হারায় ব্রাদার্স। বল চলে যায় দিয়াবাতের পায়ে। অধিনায়কের পাস ধরে দেখেশুনে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মোজাফফর। ৬০তম মিনিটে বক্সের ভেতরে ফাঁকায় থাকা এমানুয়েল সানডের গোলে ম্যাচে নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেয় মোহামেডান। সাত মিনিট পর দারুণ সাইড ভলিতে ব্যবধান আরও বাড়ান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে দিয়াবাতের গোলে স্কোরলাইন হয় ৫-০। শেষদিকে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন নয়ন হোসেন। চলতি লিগে জয়হীন থাকল ব্রাদার্স। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলে নিচের দিকে থাকল গোপীবাগের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে