ব্রাজিল-আর্জেন্টিনা দুই দেশকেই ফিফার জরিমানা
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানার গ্যালারিতে গন্ডগোলের ঘটনায় শুধু স্বাগতিক ব্রাজিল নয়, শাস্তি পেতে হচ্ছে আর্জেন্টিনাকেও। দুই দেশের ফুটবল ফেডারেশনকেই জরিমানা করেছে ফিফা। এছাড়াও আগের ম্যাচগুলোর ঘটনার জের ধরে সমর্থকদের সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে।
স্টেডিয়ামের 'আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায়' ব্রাজিলের ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ (৫৯ হাজার ডলার) জরিমানা করেছে ফিফার ডিসিপিস্ননারি কমিটি। 'স্টেডিয়ামের ভেতরে বা আশপাশে শৃঙ্খলার ঘাটতির' দায়ে আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফাঁ (২৩ হাজার ডলার)।
গত নভেম্বরে রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই শুরুর আগেই গ্যালারিতে শুরু হয় সমর্থকদের লড়াই। খেলা শুরুর একটু আগে দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রত ছুটে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং পুলিশের সঙ্গেও লেগে যায় দর্শকদের। দ্রম্নতই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।