বিমান মিস করে বেকায়দায় রোহিত

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নির্দিষ্ট সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা। অনুশীলনেও পৌঁছালেন দেরিতে। ফলে অনুশীলন শুরুর আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসতে পারেননি তিনি। পরিস্থিতি সামাল দেন কোচ রাহুল দ্রাবিড়। যদিও আফগানিস্তানের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক ইব্রাহিম জাদরান। সাংবাদিকদের বাউন্সার সামলে দেন দ্রাবিড়। কিন্তু ২২ গজে নেমে আফগানিস্তানের বোলারদের সামলাতে হবে তাকেই। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর আর দেশের হয়ে ২০ ওভারের ম্যাচ খেলেননি রোহিত। ঘরোয়া ক্রিকেটে শেষ খেলেছেন গত বছর আইপিএল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন। তাই মোহালির মাঠে পৌঁছে রোহিত ছুটলেন নেটে। হালকা ব্যাটিং অনুশীলন করে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন অধিনায়ক। এক বছরের বেশি সময় টি২০ ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদবরা। দীর্ঘদিন পর ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত। তবু আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরুর আগের দিন দলের সঙ্গে যোগ দিতে কিছুটা দেরি হয়ে যায় তার। দলের বাকিরা নির্ধারিত সময়েই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। তাই আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পৌঁছে রোহিত সময় নষ্ট করেননি একটুও। সতীর্থদের সঙ্গে সৌজন্য বিনিময় করে অনুশীলন শুরু করে দেন। পরে রোহিত কথা বলেন সতীর্থদের সঙ্গে। বুঝিয়ে দেন অধিনায়ক হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে তার প্রত্যাশা। আলাদা করে কথা বলেন উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসন এবং ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে। মুম্বাই থেকে সোজা মোহালি যান রোহিত। মূলত বিমান ধরতে দেরি হওয়াতেই সময়মতো পৌঁছাতে পারেননি তিনি। দ্রাবিড় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনও রোহিত মোহালি পৌঁছাতে পারেননি। দেরি হয়ে যাওয়ায় বিমানবন্দর থেকে সোজা চলে যান স্টেডিয়ামে।