লামিচানের আট বছরের কারাদন্ড

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় আগের শুনানিতেই। রোববারের শুনানিতে অপেক্ষা ছিল কেমন শাস্তি পান সন্দ্বীপ লামিচানে, তা দেখার জন্য। শেষ পর্যন্ত বড় শাস্তিই পেলেন নেপালের এই তারকা ক্রিকেটার। ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে আট বছরের কারাদন্ড দিয়েছেন কাঠমান্ডু জেলা আদালত। এদিন শুনানি শেষে এই শাস্তি দেন বিচারক শিশির রাজ ঢাকলের একক বেঞ্চ। একই সঙ্গে জরিমানাও করা হয়েছে তাকে। আদালতের তথ্য কর্মকর্তা চন্দ্র প্রসাদ পন্থি বলেছেন, স্থানীয় মুদ্রায় তিন লাখ রুপি  জরিমানা গুনতে হবে তাকে। পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ হিসাবে দুই লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৯ ডিসেম্বর, নেপালের এই সাবেক অধিনায়ককে দোষী সাব্যস্ত করেছিলেন কাঠমান্ডু জেলা আদালত। ২০২২ সালের ২১ আগস্ট তিলগঙ্গা ভিত্তিক একটি হোটেলে গুশালা-২৬ কে (ছদ্মনাম) ধর্ষণ করেছিলেন লামিচানে। এরপর সেই বছরের ৬ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। ১৫ মাসেরও বেশি সময় পর আসে রায়। আদালত অবশ্য ধর্ষণের সময় নাবালিকা থাকার দাবি খারিজ করে দিয়েছেন। তার একাডেমিক নথিতে উলিস্নখিত জন্মতারিখ গ্রহণ করতে অস্বীকার করেন আদালত। নথি অনুযায়ী ঘটনার সময় তার বয়স ছিল ১৭ বছর।