হারে মিশন শুরু কোচ শাকিলের

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম পিস্তল শুটার শাকিল আহমেদ শাকিল। আনুষ্ঠানিকভাবে শুটার হিসেবে অবসর নেওয়ার আগেই কোচ হিসেবে পথচলা শুরু করেছেন তিনি। এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে সহকারী কোচ হিসেবে জাকার্তায় কাজ করছেন শাকিল। আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে শাকিলের অভিষেকটা সুখকর হয়নি। ১০ মিটার এয়ার পিস্তলে তার অনুজরা হতাশ করেছেন। সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে আনজিলা আমজাদ ৫৫২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৭তম হন। ছেলেদের মধ্যে আলিফ হোসেন নুর ৫৬৪ স্কোরে ৫৫ জনের মধ্যে ৪২তম এবং পিয়াস হোসেন ৪৯তম হন। এয়ার রাইফেল মিশরে মূলত ভালো কিছুর লক্ষ্য বাংলাদেশের শুটারদের। ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করলে বাংলাদেশের শুটারদের সরাসরি প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হবে।