শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ক্যারিয়ার জুড়েই মানসিক অবসাদে ভুগেছেন অঁরি

ক্রীড়া ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্যারিয়ার জুড়েই মানসিক অবসাদে ভুগেছেন অঁরি

থিয়েরি অঁরি বর্ণাঢ্য ক্যারিয়ারে ছিলেন সফল একজন। ২০ বছরের ক্যারিয়ারে জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনার মতো ক্লাবে খেলেছেন। তবে চূড়ায় উঠেছিলেন আর্সেনালের অঁরি হয়ে। কিন্তু সফল এই ক্যারিয়ারেও যে 'মানসিক অবসাদ' তার পথে কাঁটা বিছিয়েছিল সেটা জানালেন এতদিন পর। পুরো ক্যারিয়ার জুড়েই অবসাদে ভুগেছেন ফরাসি এই স্ট্রাইকার।

৪৬ বছর বয়সি মূলত আর্সেনালেই সাফল্যের সবটা নিংড়ে দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩৭৭ ম্যাচে করেছেন ২২৮ গোল। ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে জিতেছেন বিশ্বকাপ। ২০০০ সালে জিতেছেন ইউরোর শিরোপাও। ডায়রি অব আ সিইও-পোডাকাস্টে তিনি বলেছেন, 'পুরো ক্যারিয়ারে যখন নাকি জন্মেছি তখন থেকেই নিশ্চিতভাবে মানসিক অবসাদে ভুগেছি। বিষয়টা কি আমি টের পাইনি? না। বিষয়টা উতরে যেতে কিছু করেছি? উত্তর হবে সেটাও না। কিন্তু এই সমস্যাতে নিজেকে কোনোভাবে আমি মানিয়ে নিয়েছিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে