শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিশ্বকাপ প্রস্তুতির জন্য স্থগিত হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

ক্রীড়া প্রতিবেদক
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিশ্বকাপ প্রস্তুতির জন্য স্থগিত হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

ওয়ানডে বিশ্বকাপে মোটা দাগে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতার সেই রেশ কাটতে না কাটতেই টাইগারদের দুয়ারে হাজির আরেকটি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ। যেখানে ডি-গ্রম্নপের মৃতু্যকূপে পড়েছে টাইগাররা। স্বাভাবিকভাবেই সীমিত ওভারের বিশ্বকাপে এসিড পরীক্ষা দিতে হবে তাদের।

এদিকে বিশ্বকাপ শুরু হওয়ার সময় আছে ছয় মাসের কম। তবে এই সময়ের মাঝে বাংলাদেশের প্রস্তুতির সুযোগ আছে বিপিএল এবং দুই দ্বিপক্ষীয় সিরিজে। বিপিএলের পরেই শ্রীলংকা এবং জিম্বাবুয়ে সিরিজের কড়া সূচিতে প্রবেশ করবে বাংলাদেশ। তাই আলাদা করে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকছে না।

আবার একই সময়ে বাংলাদেশের সামনে আছে ১৪ টেস্টের বিশাল সূচি। তাই বিশ্বকাপ প্রস্তুতির জন্য কাটছাঁট হতে পারে টেস্টের সূচি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় ওদিকেই নজর রাখছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বলেন, 'টেস্ট বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে এ রকম একটা আলোচনা আছে। টেস্ট দু'টি খেলব তো নিশ্চয়ই। তবে কখন খেলব, সেই সিদ্ধান্ত এখনো নেইনি।'

জানা গেছে, ছুটি শেষে আগামী ২০ জানুয়ারি ঢাকায় ফিরবেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লংকান এই মাস্টার-মাইন্ড ঢাকায় ফেরার পরই চূড়ান্ত হবে বিশ্বকাপ প্রস্তুতির রূপরেখা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনে জয়লাভ করার পর থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারা। এবার তাদের দু'জনকে বিশেষ সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদিকদের বলেন, 'তাদের দু'জনকে (সাকিব-মাশরাফি) আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কীভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি।'

এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন মাশরাফি। তাকে নিয়ে জালাল বলেন, 'মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুন ভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।'

মাশরাফির পাশাপাশি একই দলের মনোনয়ন পেয়েছিলেন সাকিব। আর প্রথমবারেই জয় পেয়েছেন তিনি। সাকিবকে নিয়ে জালাল বলেন, 'এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।'

গত ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে নড়াইল-২ আসন থেকে মাশরাফি এবং মাগুরা-১ আসন থেকে সাকিব বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দেখা গেলেও, ক্রিকেটাঙ্গনেও দেখা যাবে তাদের। বর্তমানে দুই ক্রিকেটারের মনোযোগ আসন্ন বিপিএল আসরের দিকে। রংপুর রাইডার্সের হয়ে এবারের আসরে খেলতে যাওয়া সাকিব ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন। তবে মাশরাফির পায়ে চোট রয়েছে, নির্বাচনের পরই তার সার্জারি করানোর কথা জানিয়েছিলেন কিছুদিন আগে। তাই তাকে এবারের বিপিএলে দেখা যাবে কি না সেটির এখনও নিশ্চয়তা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে