সদ্য শেষ হওয়া ২০২৩ সালে দারুণ সময় পার করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। যেখানে ফারজানা হক পিংকির প্রথম সেঞ্চুরি, রাবেয়ার মাসসেরার পুরস্কারও। দারুণ সাফল্যমন্ডিত এক বছর পার করা বাংলাদেশের নারী ক্রিকেট দেখেছে নতুন তারকার উদয়ও। অমিত সম্ভাবনা নিয়ে বাইশ গজে গতির ঝড় তুলেছেন মারুফা আক্তার।
বাংলাদেশের মেয়েদের বিগত বছরের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। আগ্রাসী বোলিং সেই সঙ্গে দুর্দান্ত বুদ্ধিমত্তায় ভ্যারিয়েশনের কল্যাণে নিজেকে অনন্য করে তুলেছেন এই ক্রিকেটার। বোলিং বিচিত্র কাজে লাগিয়ে নিজেকে অনন্য করে তুলেছেন মারুফা।
বিদায়ী বছরে ওয়ানডেতে ৯ এবং টি২০তে ১০ উইকেট পেয়েছেন মারুফা। বছরব্যাপী দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন টাইগ্রেস এই পেসার।
মারুফাকে সেরা হতে হলে লড়তে হবে আরও তিনজনের সঙ্গে। অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার মারুফার প্রতিদ্বন্দ্বী। বর্ষসেরা উদীয়মান নারী খেলোয়াড়ের পুরস্কার জিততে এই তিনজনকে পেছনে ফেলতে হবে মারুফার। এই পুরস্কার ঘোষণায় বড় ভূমিকা রাখতে পারে দর্শকদের ভোট। চাইলেই আপনিও ভোট দিতে পারবেন মারুফাকে।
তাকে আইসিসির উদীয়মান নারী ক্রিকেটারের জন্য ভোট দিতে চাইলে যেতে হবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট িি.িরপপ-পৎরপশবঃ.পড়স।