টি২০ দলে ফিরলেন রোহিত-কোহলি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণার আগে থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম থাকবে তো? ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে তাদের খেলতে দেখা যায়নি। তবুও দুজনের ওপর আস্থা রেখেছে অজিত আগারকারের নির্বাচক কমিটি। ১৬ জনের দলে জায়গা পেয়েছেন এই দুই তারকা। নেতৃত্ব আছে রোহিতের কাঁধেই। ২০২২ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে সবশেষ টি২০ খেলেন রোহিত ও কোহলি। তারপর ভারতের এই ফরম্যাটের সিরিজ হলেও তাতে খেলেননি দুজন। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে থাকেন তারা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে তাদের ফেরার প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু তারা বিশ্রাম নেন। তাতে করে জুনের বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত এই দুই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে দল ঘোষণা হলো। ইংল্যান্ড টেস্ট সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে যসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে। আগামী ১১, ১৪ ও ১৭ জানুয়ারি হবে আফগানিস্তান সিরিজ। ভারতের টি২০ দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, কুলীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।