শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ব্রাজিলের নতুন কোচ দোরিভাল

ক্রীড়া ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ব্রাজিলের নতুন কোচ দোরিভাল

কার্লো আনচেলত্তি ব্রাজিলের আশার বেলুন ফুটো করে দেওয়ার পর কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। এরপরই অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে সরিয়ে দেয় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। ব্রাজিলের নতুন কোচ কে হতে যাচ্ছেন তা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে নেইমার-ভিনিসিউসদের কোচের সন্ধান পেয়েছে ব্রাজিল। বাইরের কাউকে নয়, দলের কোচের পদে ঘরের ছেলেকেই নিয়োগ দিচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানো দোরিভাল জুনিয়রই হচ্ছেন দেশটির নতুন কোচ।

অনেকদিন ধরেই ফুটবলে টালমাটাল অবস্থা পার করছে ব্রাজিল। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতের আইনে বহিষ্কার করার কথা উঠেছিল। সে কারণে আসে ফিফার হুমকি। এসবের মধ্যে ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি বাড়ান কার্লো আনচেলত্তি। আগের কোচ ফার্নান্দো দিনিজও ছাঁটাই হয়েছেন।

অবশেষে দোরিভাল জুনিয়রের নিয়োগের সংবাদ ব্রাজিলের জন্য খানিকটা স্বস্তির সুবাতাস হয়েই এসেছে। দিনিজের বিদায়ের দিনেই দোরিভালের ব্যাপারে খবর প্রকাশ করেছিল রয়টার্স। এরপর ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র 'ও গেস্নাবো' পত্রিকাও জানিয়েছে, সাও পাওলোর এই কোচই নেইমার-ভিনিসিয়ুসদের নতুন গুরু হতে চলেছে।

দুই পক্ষের মধ্যে আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এজন্য সাও পাওলোকে দুই মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণও দেবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ৬১ বছর বয়সি দোরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার।

\হতবে ব্রাজিলের জন্য গতকাল সোমবারই সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করার কথা দোরিভালের।

রোববার এক বিবৃতির মাধ্যমে দোরিভাল নিজেই ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সাও পাওলো প্রকাশিত সেই বিবৃতিতে দোরিভাল বলেন, 'এটা ব্যক্তিগত স্বপ্নের বাস্তবতায় পরিণত হওয়া, যা সম্ভব হয়েছে শুধু সাও পাওলোর হয়ে আমার কাজের স্বীকৃতিস্বরূপ। আমি ক্লাবের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য।'

দোরিভাল ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ায় সাও পাওলোর প্রেসিডেন্ট জুলিও সিজার দারুণ খুশি। তিনি বলেন, ক্লাব যে সঠিক পথেই হাঁটছে তা সিবিএফের এই সিদ্ধান্তেই প্রমাণিত। তিনি এই ৬১ বছর বয়সি কোচকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

২০২২ সালে দোরিভালের হাত ধরেই কোপা লিবের্তাদোরেসের শিরোপা জেতে ফ্লামেঙ্গো। এরপর সাও পাওলোর দায়িত্ব নিয়ে তাদের প্রথমবারের মতো শিরোপা জেতান।

এরই মধ্যে নিজের ইন্সটাগ্রামে সাও পাওলোর ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন দোরিভাল। গত ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। এবার শুরু হতে যাচ্ছে তার সেলেসাও অধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে