শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা জুনিয়র টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
কোচ স্টুয়ার্ট ল'র সঙ্গে যুবদলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি -ওয়েবসাইট

নতুন বছরের শুরুতেই বিশ্বকাপের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে জুনিয়র টাইগাররা। এশিয়া কাপ জেতার পর থেকে তাদের প্রতি প্রত্যাশার চাপও এখন অনেকটা বেশি। বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নিয়ে ভালো কিছুরই প্রত্যাশা করছে বিসিবি।

সাউথ আফ্রিকায় বাংলাদেশের লক্ষ্য এবার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার। ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের ট্রফি নেয়ে ফিরেছিল আকবর আলীর দল। একই দেশে আরেকটি বিশ্বকাপ হওয়ায় মাহফুজুর রহমানের দলের লক্ষ্য শিরোপাতেই। সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। মাহফুজুর বলেন, 'দুবাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের উইকেট আর সাউথ আফ্রিকার উইকেট অনেকটা এক রকম। আমার মনে হয় না এটা কোনো চ্যালেঞ্জ।'

যুবদলের ব্যাটসম্যান আরিফুল ইসলাম বলেন, 'আমাদের দলের বন্ধন খুবই অটুট, আলহামদুলিলস্নাহ। শেষ দু-একটা বছর আমরা একসঙ্গে আছি। আমরা যখনই যা করি সবাই একসঙ্গেই করি। সবাই একে-অন্যকে সম্মান করি। সবসময় পাশে থাকি। যদি এই বন্ধন অটুট থাকে, তাহলে ভালো কিছুই হবে ইনশাআলস্নাহ।'

বিশ্বকাপে নিজেদের চ্যালেঞ্জ কেমন, এ নিয়ে আরিফুলের জবাব, 'দেখেন চ্যালেঞ্জের কিছু নেই। ওরাও একই দল, আমরাও একই দল। তো ক্রিকেটটাই আসলে চ্যালেঞ্জিং। এখানে এতো চ্যালেঞ্জ নিয়ে খেলার কিছু নেই। উপভোগ করতে হবে। আর নিংড়ে দিতে হবে নিজেদের সেরাটা।'

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে এই আসরে। আর সেই লক্ষ্যে রোববার মধ্যরাতে দেশ ছাড়ে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রাত ১টা ৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে মাহফুজুর রহমান রাব্বির দল। ঢাকা থেকে মাহফুজ-শিবলিদের শুরুর যাত্রা জোহানেসবার্গ, সেখান থেকে পচেফস্ট্রুম। সেখানে ১১ জানুয়ারি পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করবে যুবা টিম টাইগার্স।

আফ্রিকায় পৌঁছে এরপর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ১২ জানুয়ারি জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে। পরে ১৩ জানুয়ারি আইসিসির বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি শুরু বিশ্বকাপ। এরপর নিজেদের প্রথম ম্যাচে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের এ গ্রম্নপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি বস্নুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।

দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রম্নপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেনু্যতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রম্নয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্কোয়াড : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌলস্না বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা। স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে