রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

তাসকিনের ফিটনেসের লড়াই

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন পেসার তাসকিন আহমেদ -ওয়েবসাইট

বিপিএল শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। অংশগ্রহণকারী দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন এখনো শুরু হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু মাঠে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন নিজেকে আটকে রাখেননি চার দেয়ালে। শনিবার সাত সকালে দিনের আলো ফোটার আগে হাজির হয়েছেন মোহাম্মদপুরের বছিলা পেরিয়ে নিজের খোলা ভুবনে। কোভিডের সময়ে ওখানেই নিজেকে কঠিন পরীক্ষায় ফেলে তাসকিন ফিট হয়েছিলেন। মেদ ঝরিয়ে হয়েছিলেন ঝরঝরে। ফিটনেসে আমূল পরিবর্তন এনে হয়েছিলেন এ ক্লাস। সেখানেই এবার নিজেকে ফিরিয়ে এনেছেন তাসকিন।

নিজের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার দেবাশীষ ঘোষকে নিয়ে চলে তার লম্বা সময় রানিং সেশন। বিশ্বকাপে তার কাঁধে চোট থাকায় ঠিকঠাক পারফর্ম করতে পারেননি। বিশ্বকাপ থেকে ফিরে দল দেশে ও দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও তাসকিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন হলো পুরনো ছন্দে বোলিং শুরু করেছেন। এখন চলছে ফিটনেসের লড়াই।

নিজের ট্রেনিংয়ের একটি ভিডিও তাসকিন শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, বালুর ওপর পায়ে মুজা পরে চলছে তার রানিং সেশন। সীমানা ঠিক করে টানা রানিং করে যাচ্ছেন। আর বেশ কিছু ফ্রি এক্সারসাইজও করেছেন। বালুর ওপর দৌড়াতে বাড়তি জোর খাটাতে হয়। তাতে বাড়তি ঘাম ঝরে। শক্ত ট্রেনিংয়ের জন্য যা বেশ উপকারী। বিপিএলে তাসকিনের দল দুর্দান্ত ঢাকা। যে দলে তারকা খুব একটা খেলোয়াড় নেই। তাসকিনের সঙ্গে হাত ঘুরানোর জন্য রয়েছেন শরিফুল ইসলাম। জাতীয় দলের দুই পেসারের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে অনেক কিছু তা বলার অপেক্ষা রাখে না।

তাসকিন নিজেও তা খুব ভালোভাবে জানেন। এজন্য সেরা প্রস্তুতি নিয়েই বিপিএলে মাঠে নামতে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে মিরপুরে বোলিং শেষে তাসকিন বলেছেন, 'ফুল রান আপে শুরু করেছি অলরেডি। এখনো করছি। এই নিয়ে পাঁচটা সেশন বোলিংও করলাম। আগের থেকে বেটার ফিল হচ্ছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশালস্নাহ আলস্নাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার টার্গেট। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে