দুই বুড়োকে কিনছে ম্যানইউ!

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টমাস মুলার ও চুপো মতিনকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানইউ -ওয়েবসাইট
জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার। নিজেদের প্রয়োজন মতো ফুটবলার দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ক্লাবগুলো। গুঞ্জন উঠেছে, বায়ার্ন মিউনিখের টমাস মুলার ও আরবি লাইপজিগের টিমো ওয়ার্নারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া জানুয়ারিতে ফুটবলার কিনতে যাচ্ছে আর্সেনাল, লিভারপুলের মতো ক্লাবগুলো। এদিকে সৌদি ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন রবার্তো ফিরমিনহো। বছরের প্রথম দিনেই শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদলের বাজার। মৌসুমের বাকি সময়ের জন্য নিজেদের প্রয়োজন মতো ফুটবলার কিনতে উঠেপড়ে লেগেছে ক্লাবগুলো। ব্যতিক্রম নয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও। চলতি মৌসুমে ইপিএলের পয়েন্ট টেবিলে রীতিমতো ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। ইপিএলের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে ক্লাবটি। তাইতো মৌসুমের মাঝপথেই ফুটবলার কেনার জন্য উঠেপড়ে লেগেছে ইউনাইটেড। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বুন্দেসলিগের ক্লাব বায়ার্ন মিউনিখের চুপো মতিন ও টমাস মুলারকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইউনাইটেড।