সতীর্থদের সতর্ক করে দিলেন রাইস
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
গোল মিলল শুরুতেই, কিন্তু আধিপত্যের ছড়ি ঘুরিয়ে ফুলহ্যামকে কোণঠাসা করতে পারল না আর্সেনাল। উল্টো পরে তারাই খেই হারাল। দলের এমন পারফরম্যান্সে হতাশা, ক্ষোভ উগরে দিয়েছেন কোচ মিকেল আর্তেতা। ঘুরে দাঁড়াতে দলটির মিডফিল্ডার ডেকলান রাইসও নিজেদের 'মানসিকতার পরিবর্তনের' প্রয়োজন দেখছেন, 'ম্যাচে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে আরও নিয়ন্ত্রণ নেওয়ার এবং নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা ও আরও ভালো করার মানসিকতা থাকতে হবে। পরস্পরের কাছে আমাদের চাওয়াও হতে হবে আরও বেশি।'
'এই লিগে গড়বড় করার কোনো সুযোগ নেই। অনেক ভালো দল রয়েছে আজকের এই ফল মেনে নেওয়া কঠিন।'
শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করা আর্সেনাল ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে নতুন বছরে পা দিয়েছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল শীর্ষে রয়েছে ৪২ পয়েন্ট নিয়ে।