চলতি মৌসুমটা দারুণ শুরু করেছিল আর্সেনাল। এক সময় টেবিলের শীর্ষেও ছিল তারা। তবে ডিসেম্বর মাসে খেই হারিয়ে ফেলে মিকেল আর্তেতার। টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে আর্সেনাল। প্রায় তিন সপ্তাহ পর পরবর্তী লিগ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মোকাবিলা করবে আর্সেনাল।
গত ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হারের পর রোববার রাতে ফুলহ্যামের কাছে ২-১ গোলে হারে আর্সেনাল। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে গানার্সরা। দিনের আরেক ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে পরাজিত করে শীর্ষ চারের কাছাকাছি চলে এসেছে টটেনহ্যাম।
এই পরাজয়কে মৌসুমের সবচেয়ে বাজে পারফরমেন্স হিসেবে আখ্যা দিয়ে হতাশা প্রকাশ করেছেন আর্তেতা। ম্যাচ শেষে ক্ষুব্ধ আর্তেতা বলেছেন, 'আমরা যদি আজকের মতো খেলতে থাকি তবে কিছুদিনের মধ্যে সবকিছুর থেকে হারিয়ে যাব। আজকের ম্যাচের পারফরমেন্স মেনে নেওয়া সত্যিই কঠিন ছিল। দিনটা সত্যিই হতাশার, কারণ এই ম্যাচে জয় আমাদের প্রাপ্য ছিল।'
ক্রেভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল আর্সেনালের জন্য। তবে সে কাজটা করে দেখাতে পারল না আর্তেতার দল। প্রথমে এগিয়ে গিয়েও পড়ে দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা। ম্যাচের প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় আর্সেনাল। ডি বক্সের ভেতরে নেওয়া মার্টিনেলির শট ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক লেনো। তবে ফিরতি বল পেয়ে তা জালে জড়ান বুকায়ো সাকা। এরপর আসতে আসতে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। ম্যাচের ২৯ মিনিটেই সমতায় ফেরে ফুলহ্যাম। বাঁ দিক থেকে টম কেয়ারনির ক্রস পেয়ে দারুণ এক গোল করেন রাউল গিমেনেজ। ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যেত আর্সেনাল। তবে মার্টিনেলির শট পোস্টে লেগে ফিরে আসে। উল্টো ম্যাচের ৫৯ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে আর্সেনাল। কর্নার ক্লিয়ার করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড করডোভা-রেইড।
ম্যাচের বাকি সময় আর গোল করতে পারেনি আর্সেনাল। ফলে ২-১ গোলে হার নিয়ে ফুলহ্যামের মাঠ ছাড়ে তারা। এই হারে লিগে শিরোপার দৌড়ে বড় এক ধাক্কা খেল গানাররা। গত ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হেরেছিল আর্তেতার দল।
২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারেই আছে আর্সেনাল। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। দিনের আরেক ম্যাচে বোর্নেমাউথকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম।