শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব

কাতার ম্যাচে জেমিকে পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

জাতীয় ফুটবল দল মাঠে নামার আগে বড় সুখবর হেড কোচ জেমি'ডের করোনা নেগেটিভ হওয়া। মামুনুল-জামালদের তার থেকে বড় প্রাপ্তি গুরুত্বপূর্ণ কাতার ম্যাচে কোচ জেমিকে পাশে পাওয়া। সোমবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এই কোচের। সবকিছু ঠিক থাকলে আজ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়বেন জেমি। চাই।' তবে তিনি ডাগ আউটে থাকতে পারবেন কি না- তা এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এ রকম সময়টা কখনো পার করতে হয়নি ইংলিশ কোচ জেমি ডে'র। দল কাতারে ট্রেনিং করেছে। আর কোচ বন্দি হোটেলের একটি রুমের মধ্যে। পরপর চারবারের পরীক্ষায় এসেছে পজিটিভ ফলাফল। কখন নেগেটিভ ফল আসবে। কখন দলের সঙ্গে যোগ দেবেন সেই আশাতেই দিন কেটেছে তার। অবশেষে মিলেছে সুখবার। সোমবার পঞ্চমববারের পরীক্ষাতে নেগেটিভ হয়েছেন কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাই পর্বের রাউন্ড টু'র ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন হেড কোচ। সেই লক্ষ্যেই আজ কাতার রওনা হবেন। তবে তার অনুপস্থিতিতেও শিষ্যরা যেভাবে প্রস্তুতি নিয়েছেন, তাতে সন্তুষ্ট ইংলিশ ম্যান, 'গত দশদিনে ছেলেরা ভালো ট্রেনিং করেছে। সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা মিলেছে। তারা কঠোর পরিশ্রম করেছে। কাতার ম্যাচের আগে আমরা সেখানে দুটি ভালো ম্যাচও খেলেছি। পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি আগাচ্ছে। গত দু-তিন সপ্তাহ ধরে দলের ফুটবলার এবং কোচিং স্টাফরা যেমন আমাকে অনেক মিস করেছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে আমি অপেক্ষায় আছি।'

দূরে থাকলেও ভার্চুয়ালি পুরোটা সময়ই দলের সঙ্গে যুক্ত ছিলেন জেমি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই সপ্তাহ ট্রেনিংয়ের খোঁজখবর নিয়েছেন নিয়মিতই। শিষ্যদের উদ্বুদ্ধ করতে জুগিয়েছেন মানসিক শক্তিও। তবে হোটেলের এই বন্দি সময়টা তার কিন্তু কেটেছে বেশ হতাশাতেই। এ প্রসঙ্গে জেমি বলেছেন, 'বাংলাদেশের এই তিন সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। মানসিক ও শারীরিকভাবে খুব কঠিন সময় গেছে। কারণ অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে আমাকে একটি ঘরের মধ্যে থাকতে হয়েছে। আমার এখন ফলাফল নেগেটিভ এসেছে। এবার আমি খেলাতে মনোযোগ দিতে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে তার কোয়ারেন্টিনের সময়টা কমানো এবং কাতার ম্যাচে যেন তিনি দলের সঙ্গে থাকতে পারেন সে চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে জেমি বলেন, 'বুধবার (আজ) কাতারের উদ্দেশে যাত্রা করব। ম্যাচ শুধুই উপভোগ করতে পারব। তবে হতাশার বিষয় হলো মাঠে অনুশীলন করাতে পারব না। বিশ্বকাপ দলের বিপক্ষে এটা একটা ভিন্ন অভিজ্ঞতা হতে যাচ্ছে।'

দলের সঙ্গে শিগগিরই যোগ দেবেন জেমি। সে কারণে জাতীয় দলের ফুটবলাররাও বেজায় খুশি। দলের অন্যতম ফুটবলার নাবীব নেওয়াজ জীবন বলেন, 'এখানে আসার পর আমি আলাদাভাবে অনুশীলন করেছি। মঙ্গলবার প্রথম দলের সঙ্গে বলে প্র্যাকটিস করেছি। ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। হাতে আরও দু-তিন দিন সময় আছে। হয়তো আরও ভালো কিছু করতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আরেকটা খুশির খবর কোচ জেমি'ডে করোনা নেগেটিভ হয়েছেন। দু-একদিনের মধ্যে তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। এজন্য পুরো দল আনন্দিত। আমাদের মধ্যে অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। আমরা হয়তো ভালো কিছু করব ইনশালস্নাহ।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানও মনে করেন জেমিকে ডাগ আউটে পেলে সেটি হবে দলের জন্য সব থেকে আনন্দের, 'সব থেকে বড় সুখবর হচ্ছে বাংলাদেশ দলের হেড কোচ জেমি'ডের করোনা নেগেটিভ হওয়ার খবর আমরা শুনতে পেলাম। সে যদি ডাগ আউটে থাকতে পারে সেটি হবে সব থেকে বড় পস্নাস পয়েন্ট। এখানে আমরা দুটি অনুশীলন ম্যাচ খেলার পর যে সমস্যাগুলো চিহ্নিত করেছিলাম সেগুলো নিয়ে কোচ ট্রেনিং করাচ্ছেন। সব মিলে দল একটা ভালো অবস্থানে এখন আছে। আমার মনে হয় কোচ জেমি কাতারে চলে এলে যে অভাবটা আছে সেটা পূরণ হবে। আমরা একটা ভালো ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।'

কোন অনুশীলনের ওপর বেশি জোর দেয়া হচ্ছে? দলে কোনো ইনজুরির সমস্যা আছে কি? উত্তরে বাংলাদেশ দলের ম্যানেজার বলেন, 'প্রথমে আমরা ডিফেন্ডিং করছি। এরপর প্রেসিং ফুটবলে মনোযোগ দেওয়া হচ্ছে। গোলের সুযোগগুলো কীভাবে কাজে লাগানো যায়। সুশান্ত ছাড়া, ফাহাদের একটু ঠান্ডা, রাব্বীর একটু ব্যথা আছে তাই তাকে আজকের দিনের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। জীবন আর সুমনের যে সমস্যা ছিল সেগুলো কাটিয়ে তারা দলের সঙ্গে অনুশীলন করছে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে