শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আবাহনীতে ব্রাজিল চমক!

ক্রীড়া প্রতিবেদক
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০
রাজধানীর ধানমন্ডি মাঠে অনুশীলনরত ঢাকা আবাহনী লিমিটেডের ফুটবলাররা -ওয়েবসাইট

রদ্রিগোর পর আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টোকে দলে ভিড়িয়ে চমক দিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা এই মিডফিল্ডার ২ বার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। আগামী সপ্তাহে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। ১৯ নভেম্বরে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের জন্য চলতি সপ্তাহ থেকেই পুরোদমে হেড কোচ মারিও লামোসের অধীনে অনুশীলন করবে আকাশি নীলরা।

নতুন মৌসুম শুরু হতে বাকি মাত্র ৩ সপ্তাহ। ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে করোনা-পরবর্তী নতুন মৌসুম। তার আগেই নিজেদের দল সাজানোতে চমক ঐতিহ্যবাহী আবাহনীর। ব্রাজিলিয়ান রদ্রিগেস ডি সওসা তোরেসের পর এবার আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টোকে দলে ভেড়াচ্ছে আকাশি নীলরা। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ জাতীয় দলে খেলা রাফায়েল হতে যাচ্ছেন বাংলাদেশের ক্লাব ফুটবলের বড় তারকা।

ইন্ডিয়ান সুপার লিগের ২ বারের চ্যাম্পিয়ন এই ফুটবলারকে ভেড়ানোয় ঢাকা আবাহনী এখন চোখ রাঙাচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসকে। চার বিদেশির মধ্যে বেলফোর্ট থেকে যাচ্ছেন। সঙ্গে যোগ হয়েছেন রাফায়েল ও রদ্রিগো। তবে চুক্তি নবায়নের সম্ভাবনা কম দলটির অন্যতম সেরা তারকা সানডে চিজোবার। এদিকে এশিয়ান কোটায় আবারও ফেরার সম্ভাবনা রয়েছে আফগান তারকা মাসিহ সাইঘানির। নতুন ফুটবলাররা যোগ দিবেন আগামী ৭ দিনের মধ্যে।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু গণমাধ্যমকে বলেছেন, 'আগের বছরের খেলে যাওয়া মাসিহ খেলার জন্য ইন্টারেস্টেড আছে। আমরা চাই আগামী ৭ তারিখের মধ্যে ওরা যেন সবাই দেশে চলে আসে। এরপর ১ সপ্তাহের মধ্যে আমরা ২টা প্রস্তুতি ম্যাচ খেলব।'

ক্লাবটির কোচ মারিও লামোস দেশে ফিরেছেন। দুই মৌসুম আকাশি নীলদের ডাগআউটে থাকা এই পর্তুগিজ আগামী দু-তিন দিনের মাঝে কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে যোগ দিবেন। তারপরই পুরোদমে শুরু করবেন অনুশীলন। বসুন্ধরা অবশ্য আরও আগে অনুশীলন শুরু করলেও পিছিয়ে পড়েনি আবাহনীর ফুটবলাররা, মনে করেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন প্রশিক্ষক জাকারিয়া বাবু।

সহকারী কোচ জাকারিয়া বাবু বলেন, 'আমরা মনে করি না যে, খুব বেশি অসুবিধা হবে। আমাদের খেলোয়াড়রা খেলার মধ্যেই ছিল। যদিও মাঝখানে বন্ধ করে দিয়েছিল। তবে আমার মনে হয় না সমস্যা হবে।'

ফেডারেশন কাপের পরই জানুয়ারিতে এএফসি কাপের পেস্নঅফ খেলবে আবাহনী। নতুন মৌসুমে নতুন ফুটবলারদের নিয়ে সুখী এক পরিবার আকাশি নীলের ফুটবলাররা।

ক্লাবটির ফুটবলার ওয়ালি ফয়সাল বলেন, 'আবাহনী সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। আমরা ২ বেলা প্র্যাকটিস করছি। আমাদের ফরেন কোচরা চলে আসছে। তাদের শিডিউল মেনে প্র্যাকটিস করছি।'

আরেক ফুটবলার শহিদুল ইসলাম সোহেল বলেন, 'যাদের সঙ্গে কথা চলছে ওরা খুব ভালো ফুটবলার। আমি ওদের ভিডিও দেখেছি। ওরা যদি যোগ দেয় দলের শক্তি অনেক বাড়বে।'

৭ নভেম্বর থেকে ক্লাবে যোগ দেয় ফুটবলাররা। করোনা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ২৬ জন ফুটবলার এখন আছেন ক্যাম্পে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে