মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

বাংলাদেশের ফুটবলের সব থেকে বড় সমর্থক গ্রম্নপ, ফোরাম বা সংগঠন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ)। ফুটবল উন্নয়নে শুধু সমর্থন দিয়েই তারা ক্ষান্ত হয়নি। নেমেছে ফুটবলকে সংগঠিত করতে ও তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে। সংগঠনটি বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে 'বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ-২০২০।'

টুর্নামেন্ট উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করা হয়। যেখানে সভাপতিত্ব করেন বিএফএসএফের সভাপতি কাজী শহিদুল আলম। টুর্নামেন্টের বিস্তারিত জানান বিএফএসএফের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের। এ সময় ১২ দলের অধিনায়ক ও সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ৯ দিনব্যাপী টুর্নামেন্ট শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। ১১ ডিসেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে