বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

কাতারে শোকাহত বাংলাদেশ জাতীয় ফুটবল দল

ম ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দ্বিতীয় দিনের মতো মাঠের অনুশীলন করেছে সোমবার। ওই দিনই ফুটবলারদের ফিটনেসের 'ইয়োইয়ো' টেস্ট করা হয়েছে। যেখানে বেশ ভালো করেছেন তারা। তবে সাবেক তারকা ফুটবলার বাদল রায়কে হারিয়ে শোকাহত লাল-সবুজের ছেলেরা। মিডফিল্ডার মামুনুল ইসলাম জানালেন, অনুশীলনে নামার আগে সদ্য প্রয়াত বাদল রায়ের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেছেন তারা। মামুনুলের কথায় ফুটবলে একজন বড় ভাই-একজন অভিভাবককে হারিয়েছেন তারা।

একদিকে হেড কোচ জেমি ডে'র অনুপস্থিতি। অন্যদিকে জাতীয় দলের ম্যানেজার ও ফিজিওর করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বস্তি নেই জাতীয় দলে। এর মধ্যে রোববার দেশবরেণ্য সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃতু্যতে শোকের ছায়া জাতীয় দলের ফুটবলারদের মধ্যে। সাবেক এ ফুটবলার ছায়ার মতো ছিলেন তরুণ ফুটবলারদের মাথার উপর। জাতীয় দলের সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম মনে করেন, একজন অভিভাবককে হারিয়ে অপূরণীয় ক্ষতিই হয়েছে তাদের। এ প্রসঙ্গে মামুনুল বলেছেন, 'সত্যি বলতে গতকাল (রোববার) খবরটা শোনার পর আমরা জাতীয় দলের ফুটবলাররা সবাই শোকাহত। তিনি এমন একজন মানুষ, যিনি ছিলেন আমাদের বড় ভাই এবং অভিভাবকের মতো। আমরা দেশের বাইরে আছি। কিন্তু এখানেও তাকে স্মরণ করি শ্রদ্ধাভরে। আমরা দীর্ঘদিন দাদার (বাদল রায়) ম্যানেজমেন্টে জাতীয় দলে ছিলাম। তার খুব আদরের ছিলাম। আমাদের ফুটবলারদের উনি মানসিকভাবে অনেক সাপোর্ট দিতেন।'

বাদল রায়কে শ্রদ্ধা জানাল কলকাতা মোহামেডান

ম ক্রীড়া প্রতিবেদক

বাদল রায়ের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতা মোহামেডান। বাংলাদেশ ও এশিয়ান ফুটবলে তার অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানিয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে রোববার মারা গেছেন আশি-নব্বইয়ের দশকে মোহামেডান ও বাংলাদেশ দলের মাঠ কাঁপানো এ তারকা ফুটবলার। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পাঠানো কলকাতা মোহামেডানের সেক্রেটারি এসকে ওয়াসিম আকরামের স্বাক্ষরিত এক চিঠিতে উঠে এসেছে এই শোক ও শ্রদ্ধা বার্তা।

লেখা হয়েছে, 'বিখ্যাত ফুটবলার ও ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়ক বাদল রায়ের মৃতু্যতে আমরা কলকাতা মোহামেডানের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। বাংলাদেশ ও এশিয়ান ফুটবলে তার সামগ্রিক অবদানের কথা স্মরণ করছি। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তার আত্মার চিরশান্তি কামনা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে