বিগত দিনের ভুলগুলো আর করতে চাই না : সোহেল রানা

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড সোহেল রানা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে প্রতিদিন কঠোর অনুশীলন করছেন মামুনুল-সোহেলরা। শিগগিরই যে ফিরতে হবে ফুটবলে। তবে সেই ফেরাটা যেন জয় দিয়েই হয় এমনটাই প্রত্যাশা জাতীয় দলের ফুটবলারদের। মঙ্গলবার দলের ফরোয়ার্ড সোহেল রানা জানালেন প্রথম সপ্তাহে ফিটনেসেই বেশি নজর দিচ্ছেন বাংলাদেশ দলের কোচরা। ৩৬ জনের প্রাথমিক দল থেকে নিজেদের প্রমাণ করেই জায়গা করে নিতে হবে মূল দলে। আর তাই অভিজ্ঞরা যেমন কঠোর পরিশ্রম করছেন। তেমনি দলে ডাক পাওয়া নতুন ফুটবলাররাও পিছিয়ে নেই। কোচ জেমি ডে ফিরবেন আরও কিছুদিন পর। আর তাই এখন গুরু দায়িত্বটা স্থানীয় কোচিং স্টাফদের উপরই। ফিটনেস ক্যাম্পের প্রথম সপ্তাহটা কিভাবে পার করছেন। কি কি কাজ করছেন? জানতে চাইলে জাতীয় দলের ফরোয়ার্ড সোহেল রানা বলেন, 'প্রথম সপ্তাহে আমাদের ফিটনেসের ওপরই কোচ বেশি নজর দিয়েছেন। ট্রেনিং করাচ্ছেন। কারণ আমরা একটা লম্বা সময় খেলার বাইরে ছিলাম। বলেও ট্রেনিং করাচ্ছেন। মূলত প্রথম সপ্তাহটা ফিজিক্যাল, রার্নিং ট্রেনিং, বলে ট্রেনিং এগুলোই করছি। সোমবার আমাদের জিমে ট্রেনিং করিয়েছে। মঙ্গলবার আবার ফিটনেসেই বেশি জোর দিয়েছিলেন কোচ। প্রথমে বল নিয়ে ৪০ মিনিট ট্রেনিং করিয়েছেন। এরপর অ্যান্ডুরেন্স বাড়ানোর জন্য ট্রেনিং হয়েছে।' বাংলাদেশ দলের পাশে এক সময় সহজ প্রতিপক্ষ হিসেবেই লেখা হতো নেপালের নামটা। যেই দলটি কখনোই বাংলাদেশকে হারাতে পারত না। সেই নেপালের ২০১৩ এবং ১৮ তে সাফের দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ২-০ গোলের ব্যবধানে হার। সামনের মাসেই ম্যাচ। এই ম্যাচে নিজেদের কোনো অবস্থানে রাখছেন? জানতে চাইলে সোহেল রানা বলেছেন, 'নেপাল-ভারতের সঙ্গে তুলনা করলে অবশ্য আমরাই এগিয়ে থাকব। দেখা যায় ম্যাচের দিনে আমরা কিছু ছোটোখাট ভুল করি যে কারণে হেরে যাই। কিন্তু কোয়ালিটি হিসাব করলে অবশ্যই আমাদের টিম ভালো। আশা করি সামনের দুই ম্যাচে আমরা বিগত দিনের ভুলগুলো করব না। ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই আমরা অনুশীলন করছি। আমাদের থেকে ভালো না হলেও টিম হিসেবে তারা শক্তিধর। তাদের সফলতাও দুর্বলতার জায়গাগুলো আমরা জানি। কিভাবে আমরা ফিটনেসটা ঠিক রেখে এই দুই ম্যাচে ভালো একটা ফল করতে পারি সে লক্ষে আমরা কঠোর অনুশীলন করছি।'