শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
উয়েফা নেশন্স লিগ

পর্তুগালের ড্র, ইংল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২০, ০০:০০
আপডেট  : ২৮ অক্টোবর ২০২০, ১৩:৩৫
উয়েফা নেশন্স লিগে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন ফ্রান্সের অধিনায়ক আতোঁয়ান গ্রিজমান -ওয়েবসাইট

উয়েফা নেশন্স লিগে লড়াইটা ছিল ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল বনাম বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিল না ম্যাচের শেষ পর্যন্ত। ফলে 'এ' লিগের ৩ নম্বর গ্রম্নপের রোববার রাতে ফ্রান্স ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি হয়েছে গোল শূন্য ড্র। পোল্যান্ডের মাঠে জিততে পারেনি ইতালিও। এ ম্যাচের ফলাফলও একই। এমনকি জালের দেখা পায়নি কোনো দল। তবে পিছিয়ে পড়েও বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। আর জয় দিয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে নেদারল্যান্ডস। বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে গোল শূন্য ড্র করেছে গতবারের রানার্সআপরা। ২০১৬ সালের ইউরোর ফাইনালে ফ্রান্স ও পর্তুগাল এই দুটি দলই মুখোমুখি হয়েছিল ফাইনালে। নির্ধারিত সময়েও দল দুটি ছিল সমানে সমান। ফ্রান্সের কপাল পুড়েছে অতিরিক্ত সময়েই। রোববার রাতেও যেন সেই ম্যাচেরই মঞ্চায়ন হয়ে গেল উয়েফা নেশন্স লিগে। ফ্রান্স জাতীয় স্টেডিয়ামে রোববার রাতে 'এ' লিগের ৩ নম্বর গ্রম্নপে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। কিন্তু গোল দেওয়ার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। 'এ' লিগের ৩ নম্বর গ্রম্নপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফ্রান্স। এদিকে রাতের অপর ম্যাচে পোল্যান্ডের মাঠে প্রতিপক্ষকে শুরু থেকেই চেপে ধরে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তবে জালে দেখা পায়নি দলটি। ম্যাচের দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করে তারা। অবিশ্বাস্য এক মিস করেন ফেদেরিকো কেইসা। আন্দ্রেয়া বেলত্তির বাড়ানোর বলে গোলমুখে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন তিনি। প্রয়োজন ছিল একটি টোকার। দিয়েছিলেনও। কিন্তু লক্ষ্যে থাকেনি। ৬৪তম মিনিটে আবারো অবিশ্বাস্য এক মিস করে দলটি। এবার এমারসন। কেইসার ক্রসে একেবারে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে হেড রাখতে পারেননি। 'এ' লিগের এক নম্বর গ্রম্নপে ৫ পয়েন্ট নিয়ে গ্রম্নপের শীর্ষে রয়েছে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। আর পোল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে