বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

'জয়তু শেখ হাসিনা' আন্তর্জাতিক দাবার পর্দা নামল

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

'জয়তু শেখ হাসিনা' আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত। ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ানন দ্বিতীয় ও ইরানের আমিন তাবতাবেই তৃতীয় হন। ১৮ দেশের মোট ৭৪ জন প্রতিযোগী অংশ নেন এই টুর্নামেন্টে। শনিবার এই প্রতিযোগিতা শেষ হলেও রোববার ঢাকায় পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নেমেছে এই অনলাইন আন্তর্জাতিক দাবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। পৃষ্ঠপোষকতা করে কানাডিয়ান বিশ্ববিদ্যালয় এবং সহযোগিতায় ছিল সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও আয়োজনে গোল্ডেন স্পোর্টিং ক্লাব। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ছয় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী।

রোববার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এশিয়ান চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহির। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও নেতৃত্বের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দাবার জন্য শিগগিরই অবকাঠামোসহ একটি স্থায়ী জায়গা ঠিক করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি আইজিপি বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম এই জন্মদিন উপলক্ষে ৭৪ দাবাড়ুকে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন সবার জন্যই অত্যন্ত আনন্দের।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মলিস্নকও বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নসহ শীর্ষস্থানে থাকা দাবাড়ুদের পুরস্কৃত করা হয়। দেশের বাইরে থেকে অনলাইনে পুরস্কার নেন বিজয়ীরা।

টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৬ হাজার ডলার। চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত পেয়েছেন ১ হাজার ২০০ ডলার। রানারআপ হয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ানান এবং তৃতীয় হয়েছেন ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবতাবেই।

স্বাগতিক বাংলাদেশের কেউ শীর্ষ দশে থাকতে পারেননি। সেরা স্কোর করেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। তিন রাউন্ড থেকে তার অর্জন ৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে ১৪তম হন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ। অন্যদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে আবু সুফিয়ান শাকিল আছেন তার পরের স্থানে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের সব প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113476 and publish = 1 order by id desc limit 3' at line 1