শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ইতালিয়ান ওপেন

চ্যাম্পিয়ন জোকোভিচ-হালেপ

ক্রীড়া ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫২
নোভাক জোকোভিচ সিমোনা হালেপ

আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। এতে রাফায়েল নাদালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি এটিপি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন এই সার্বিয়ান তারকা। রোমের ফাইনালে সোমবার রাতে ৭-৫, ৬-৩ গেমে জেতেন ৩৩ বছর বয়সি জোকোভিচ। ইতালিয়ান ওপেনে এটি তার পঞ্চম এবং ৩৬তম এটিপি মাস্টার্স শিরোপা। এদিকে ফরাসি ওপেনের প্রস্তুতিটা দারুণ হলো মেয়েদের শীর্ষ বাছাই সিমোনা হালেপের। প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রোমানিয়ার এই খেলোয়াড়। সোমবার রাতে রোমের ফাইনালে কারোলিনা পিস্নসকোভা চোট নিয়ে সরে দাঁড়ালে শিরোপা নিশ্চিত হয়ে যায় হালেপের। তখন ৬-০, ২-১ গেমে এগিয়ে ছিলেন ২০১৭ ও ২০১৮ সালের ফাইনালে হারা ২৮ বছর বয়সি হালেপ। ২০ মিনিটের প্রথম সেটের পর চিকিৎসা নেন গতবারের চ্যাম্পিয়ন পিস্নসকোভা। তবে খেলা চালিয়ে যেতে পারেননি চেক রিপাবলিকের এই খেলোয়াড়। ২০১৮ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হালেপ করোনাভাইরাস বিরতির আগে-পরে এই নিয়ে টানা ১৪ ম্যাচ জিতলেন। রোমের এই ক্লে-কোর্ট টুর্নামেন্টটা ছিল আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের মহড়া। সেটি ভালোই হলো জোকোভিচের। তবে এই টুর্নামেন্ট জিতে নাদালেরই একটি রেকর্ড ভেঙে দিলেন ৩৩ বছর বয়সি সার্বিয়ান। গত মাসে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন জিতে বসে পড়েন সর্বোচ্চ ৩৫টি মাস্টার্স জয়ী নাদালের পাশে। এদিন এককভাবে সর্বোচ্চ ৩৬টি মাস্টার্স শিরোপা জেতা হয়ে গেল তার। ২৮টি মাস্টার্স জয়ী ফেদেরার রয়েছেন এই তালিকার তিনে। শীর্ষ বাছাই হিসেবে ইতালিয়ান ওপেনে নেমেছিলেন হালেপ। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্বিতীয় বাছাই পিস্নসকোভা। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিতে যে ম্যাচটি ছিল তার আসল পরীক্ষার। কিন্তু পিঠের চোটে চিকিৎসা নিয়েও খেলা শেষ করতে পারেননি চেক তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে