বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অসহায়দের মুখে মুশফিকের হাসি ফোটানোর গল্প

ক্রীড়া প্রতিবেদক
  ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নদী তীরবর্তী এলাকায় বানভাসি অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন। -ওয়েবসাইট

দেশের নদী তীরবর্তী জেলাগুলো প্রায় প্রতি বছরই বন্যাকবলিত হয়। এ বছরও দেশের বিস্তীর্ণ অঞ্চল এই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছে। বাদ যায়নি বগুড়াও। নিজ জেলায় বানভাসি মানুষদের দুঃখ দেখে চুপ থাকতে পারেননি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। তাদের মুখে হাসি ফোটাতে পাঠিয়েছেন উপহারসামগ্রী। নিজের নামে ফাউন্ডেশন করার ঘোষণা বেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন মুশফিকুর রহিম। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে মঙ্গলবার শুরু হলো যার আনুষ্ঠানিক যাত্রা। বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক তার ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছেন নিজ জেলা থেকেই। বগুড়ার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়ে গেছে। কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকরা। মুশফিকের ফেসবুক পেজ থেকে জানা যাচ্ছে এসব তথ্য। করোনাকালে আগেও নিজ জেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন মুশফিক। ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন অসহায় মানুষদের। এবার নিজের গড়া ফাউন্ডেশনের মাধ্যমে বন্যায় বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ালেন এমআর-১৫। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিক লেখেন, 'যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শনার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য, আর নদীর দুপাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক।' জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লেখেন, 'একে করোনার ছোবল, তার উপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।' নিজের দায়িত্ববোধের কথা উলেস্নখ করে মিস্টার ডিপেন্ডেবল লেখেন, 'চিরকাল খেটে খাওয়া মানুষগুলো আজ বড্ড অসহায়। নিয়তি মেনে নেয়া সজল চোখে, আজ শুধুই সাহায্যের আকুতি। সব খবর জেনে সিদ্ধান্ত নেই, এই মানুষগুলোর কাছে আমার, সামান্য সম্মান মোড়ানো ভালোবাসা পৌঁছাতেই হবে। এটা আমার দায়িত্ব। এরপরের গল্পটা, শুধুই মুখে হাসি ফোটানোর গল্প।' মুশফিক যোগ করেন, 'আলহামদুলিলস্নাহ। মহান আলস্নাহর অশেষ কৃপায়, গত দুদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের মুশফিকুর রহিম ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।' সার্বিক কাজে সাহায্য করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিট। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, 'বগুড়া ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে