মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

নোবিপ্রবিতে সেমিনার

ক্যাম্পাস ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'বাংলাদেশের কৃষির বাণিজ্যিকীকরণ : বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উদীয়মান চ্যালেঞ্জ' শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে ১০ নভেম্বর এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. তারেক মুক্তারের সঞ্চালনায় সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের প্রফেসরিয়াল ফেলো, ইমেরিটাস প্রফেসর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার, পিএইচডি। আলোচক হিসেবে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মো. সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মীরা রাণী দাস।

উক্ত সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে