বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় কাজ

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

বোরহান উদ্দিন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় কাজ করছেন শ্রবণ, বাক্‌ ও ভাষা বৈকল্য বিশেষজ্ঞ এস.এম. তৌফিক। জন্মগতভাবে বা জন্মের পরবর্তীতে বধির ও বাক বৈকল্য শিশুদের জন্য ককলিয়ার ইমপস্নান্ট সার্জারির ক্ষেত্রে ককলিয়ার ইমপস্নান্ট সার্জনের সমন্বয়ে অডিওলজিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। ককলিয়ার ইমপস্নান্ট সার্জারি হলো এমন একটি সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে একজন বধির সম্পূর্ণ শ্রবণ শক্তি ফিরে পায় এবং সার্জারি-পরবর্তী সময়ে অডিটরি ভারবাল থেরাপির মাধ্যমে কথা বলতে শিখে? এছাড়াও অটিজম, ডাউনসিন্ড্রোম, সেরেব্রাল পালসি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, স্পিচ ডিলে আক্রান্ত শিশুদের ভাষাগত উন্নতির লক্ষ্যে স্পিচ থেরাপির মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন? বিইউপি বিশ্ববিদ্যালয় থেকে ৫ বছর মেয়াদি ব্যাচেলর অফ সাইন্স ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল (সিএমএইচ)? ঢাকার ইএনটি বিভাগের ককলিয়ার ইমপস্নান্ট সেন্টার ও ঢাকা সেনানিবাস থেকে ইন্টার্নিশিপ সম্পন্ন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসায় কাজ শুরু করেন। বর্তমানে পাইজার-বিইউপি'তে অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগে ইন হাউস ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বাংলাদেশের অডিওলজি পেশাজীবীদের সংগঠন 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গিয়েজ প্যাথলজিস্ট'-এর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সাল থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় প্রথম শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ২০১৯ সালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে পেইড ভলান্টিয়ার হিসেবে সেবা প্রদান করছেন। পাশাপাশি তিনি ২০১৯-২০ সাল পর্যন্ত অস্ট্রিয়ার একটি ককলিয়ার ইমপস্নান্ট মেডিক্যাল ডিভাইস কোম্পানি 'মেড-এল' এর রিহ্যাবলিটেশন এডাপটেশন প্রজেক্টে পেইড রিসোর্সপারসন হিসেবেও কাজ করেন? পরবর্তীতে তিনি ঢাকা শহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ও ব্যক্তিপর্যায়ে প্রতিষ্ঠিত রিহ্যাবলিটেশন সেবামূলক প্রতিষ্ঠান- ককলিয়ার ইমপস্নান্ট অ্যান্ড প্রায়োরিটি হিয়ারিং এসিসট্যান্স (সিফা), বাংলাদেশ হিয়ারিং কেয়ার অ্যান্ড স্পিচ থেরাপি সেন্টার, নিউরো-সাইকোলজি ইন্টারভেনশন রিহ্যাবলিটেশন সেন্টার (নির-বাংলাদেশ)সহ আরও অনেক সেবামূলক প্রতিষ্ঠানে কনসালটেন্ট অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ও শ্রবণজনিত সমস্যায় আক্রান্তদের (শিশু ও বয়স্ক) সেবা প্রদান করতে কাজ করেছেন? আলাপচারিতায় এস. এম. তৌফিক আমাদের জানান, আমি মনে করি, বাংলাদেশের প্রেক্ষিতে রিহ্যাবলিটেশন পেশা ও সেবা এখনো পর্যন্ত সুরক্ষিত নয়! সরকারি বেসরকারি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গাগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ কম থাকায় মানুষ সঠিক সেবা পাচ্ছে না? এ কাজের অবদান রাখায় বাংলাদেশি অডিওলজিস্ট হিসেবে ২০২২ সালের আগস্ট মাসে আমেরিকার হেয়ারিং এইড কোম্পানি থেকে পেয়েছেন ঝঃধৎশবু-ঘঁঊধৎ ্তুডবষষ-ডরংযবৎ্থ অ্যাওয়ার্ডসহ দেশ-বিদেশে থেকে নানা পুরস্কার। এস.এম. তৌফিক ভবিষ্যতে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবার মান উন্নতকরণে সরকারি ও বেসরকারিপর্যায়ে অবদান রাখতে চান?