জেনেটিক মেমোরি ও আমাদের স্মৃতি নির্মাণ
স্মৃতি-বিষয়ক ধারণার অন্যতম অর্জন হিসেবে কার্যকর স্মৃতিকে (ড়িৎশরহম সবসড়ৎু) অনেক বিজ্ঞানী দেখে থাকেন। মস্তিষ্ক কোনো স্মৃতিকেই হারিয়ে ফেলে না। সচেতন মনে হোক, আর অবচেতন মনেই হোক মস্তিষ্ক প্রতিটি স্মৃতিকে ধরে রাখে। অবচেতন স্মৃতিগুলোকে ধরে রাখে পরিবর্তিত প্রোটিনের মাধ্যমে। এরপর আমরা