বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কর্মক্ষেত্রে নারীর অবমূল্যায়ন

নন্দিনী ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কর্মক্ষেত্রে নারীর অবমূল্যায়ন
কর্মক্ষেত্রে নারীর অবমূল্যায়ন

স্বাধীন বাংলাদেশের সব কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি এক নবজাগরণের সূচনা করেছে। দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজে পুরুষের পাশাপাশি নারীদের অবদান অপরিহার্য। বর্তমানে নারীরা ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসন, সমাজসেবী, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের সব ক্ষেত্রেই প্রতিভার পরিচয় দিচ্ছে। ঘর-সংসার ও সন্তানের লালনপালন ছাড়াও নারীরা আজ ঘরে বাইরে বিভিন্ন ক্ষেত্রে শ্রম দিচ্ছে। বর্তমানে গার্মেন্টস ও বিভিন্ন ফ্যাক্টরিতে, রাস্তা তৈরির কাজে নারী শ্রমিকের উপস্থিতি লক্ষণীয়। বড় বড় অট্টালিকা তৈরির জন্য ইট ভাঙার কাজে নারী শ্রমিকদের আধিক্য দেখা যায়। প্রতিনিয়ত নারীরা বিভিন্ন পেশায় কাজ করছে। তবে তারা কম বেশি নিজ নিজ পেশায় উপেক্ষিত। এ প্রসঙ্গে গার্মেন্টস শ্রমিকের কথা বলা যায়। বাংলাদশের গার্মেন্টস শিল্পে প্রচুর নারী কাজ করছে। কিশোরী থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব পর্যন্ত নারীরা কাজ করছে। তবে সবার চাকুিরর স্থায়িত্ব বা বেতনের নিশ্চয়তা নেই। মালিকের ইচ্ছার ওপর নির্ভর করে চাকরি থাকবে কি থাকবে না। গার্মেন্টস এ নারীদের শ্রমের অবমূল্যায়ন করা হয়। একই কাজে নারীদের তুলনায় পুরুষের বেতন বেশি ধরা হয়। এই শিল্পে নারী শ্রমিকরা ছুটি পায় রাত ৮টার পর। অনেক সময় রাস্তাঘাটে এরা বিপদগ্রস্ত হয়। গার্মেন্টসে ছুটির নিয়ম সরকারি ছুটির নিয়ম নীতির বাইরে। এ অবস্থা কর্মজীবী নারীর শিল্প ও পরিবারের জন্য অশুভ পরিস্থিতির সৃষ্টি করে। নির্ধারিত ছুটিতে তাদেরতো ন্যায়সঙ্গত অধিকার থাকে। তবে, আইন কানুনের কথা বললে চাকরি টিকে থাকে না। এই ভয়ে কেউ মুখ ফুটে কিছু বলে না। গার্মেন্টস মালিকরা বলে থাকেন, নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকের চেয়ে মনোযোগী এবং কাজও ভালো করেন। পারিশ্রামিকও কম দিয়ে কাজ করানো যায়। তাই সব দিক থেকে নারী শ্রমিক দিয়ে কাজ করানো সুবিধাজনক। আর এজন্যই গার্মেন্টস শিল্পে নারীদের অবদান অনস্বীকার্য। নারীদের ভূমিকা অসীম। গার্মেন্টস শিল্পে কাজ করতে হলে বেশি শিক্ষার প্রয়োজন হয় না। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নারীরা যদি এই শিল্পে জড়িত হয়ে আয় রোজগার করতে পারে, তাহলে পরিবারে তাদের মর্যাদা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। মূলত নারীদের স্বল্প বেতনে অনেক কাজ করানো যায় বিধায় মালিক পক্ষ তাদের নিয়োগ দিয়ে থাকে। কর্মক্ষেত্রে নারীদের অনেক অবমূল্যায়ন করা হয়। এই শোষণের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সোচ্চার হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে