বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সংবাদ সংক্ষপে

  ২৬ মার্চ ২০২০, ০০:০০
সংবাদ সংক্ষপে

চালের গোডাউনে

ভয়াবহ অগ্নিকান্ড

যাযাদি ডেস্ক

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফরিদপুর, মধুখালী ও সালথা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আলীমুজ্জামান।

হিলি স্থলবন্দর দিয়ে

যাত্রী পারাপারও বন্ধ

যাযাদি ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পাশাপাশি যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মলিস্নক জানান, সোমবার বিকাল ৫টার পর থেকে এই পোর্টে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। হিলি পুলিশ ইমিগ্রেশনের ইনচার্জ সেকেন্দার আলী বলেন, এই চেকপোস্ট দিয়ে রোববার পর্যন্ত ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকদের সীমিত যাতায়াত ছিল। কিন্তু সোমবার থেকে ভারত যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে