logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ৬ আশ্বিন ১৪২৭

  যাযাদি রিপোর্ট   ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০  

সব কেন্দ্রে ইভিএমে অনুশীলন ভোট ৩০ জানুয়ারি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটাররা ভোটের আগের দিন নিজ কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিজের ভোট দেয়া অনুশীলন করতে পারবেন।

এর আগে দুই নগরের প্রতিটি কেন্দ্রে হবে ইভিএম প্রদর্শনী। সেখানে গিয়ে ভোটদান পদ্ধতি জানাতে পারবেন তারা।

ইসির ইভিএম প্রকল্পের অপারেশন পস্ন্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।

১ ফেব্রম্নয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইভিএমে।

আশিকুজ্জামান বলেন, মঙ্গলবার দিনভর সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওইদিন ভোটাররা নিকটস্থ যেকোনো ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একযোগে সব কেন্দ্রে অনুশীলনমূলক ভোট হবে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে ভোটের মহড়া দিতে পারবেন। ভোটার তথ্য ১০৫ নম্বরে : কাজী আশিকুজ্জামান জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটাররা জাতীয় পরিচয়পত্রের নম্বর ১০৫ নম্বরে পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ যাবতীয় তথ্য পাবেন। রোববার এই সেবা চালু হয়েছে।

চঈ লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে বার্তা পাঠালে ফিরতি এসএমএস- এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানানো হবে।

কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে।

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭৮৫০টি। এই সিটিতে ভোটার ৩০ লাখ ৯ হাজার জন।

দক্ষিণ সিটিতে ১১৫০টি ভোটকেন্দ্রে থাকবে ৬৫৮৯টি ভোটকক্ষ। এই সিটি করপোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে