স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, 'ঢাকেশ্বরী মন্দিরে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল। সেটা কিন্তু এখন হচ্ছে না; আমার মনে হয় এটা চালু করা উচিত। আপনারা যদি এখানে গরিব রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন, আমি স্পেশালিস্ট ডাক্তার পাঠানোর ব্যবস্থা করব।'
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আজকে আপনারা অনেকেই অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন আপনাদের একাত্মতা ঘোষণা করার জন্য। কিছুদিন আগে আমার কাছে পস্ন্যানিং মিনিস্ট্রির সিনিয়র সচিব সত্যজিত বাবু (সত্যজিত কর্মকার) আসছিলেন। আমাকে বললেন, 'স্যার আমি ঢাকেশ্বরী মন্দিরের জন্য কিছু করতে চাই।' আপনাদের বোধহয় কোনো একটা বিষয় আছে পস্ন্যানিং মিনিস্ট্রিতে এবং উনি বললেন, 'স্যার আমি এটা কেবিনেটে নিয়ে যাব, আপনি আমাকে সাপোর্ট করবেন?তাহলে উনাদের জিনিসটা উনারা পেয়ে যাবেন।' আমিও আপনাদের এই জিনিসটায় সাপোর্ট করব। আপনাদের যে কাজটা পস্ন্যানিং মিনিস্ট্রিতে আটকে আছে, আমি সেটার জন্য কাজ করব।' তবে জিনিসটি কী, সেটি মন্ত্রী তার বক্তব্যে খোলাসা করেননি।
সামন্ত লাল সেন আরও বলেন, 'এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশে যখন ঈদ হয়, তখন আমরা হিন্দুরা হসপিটালে, বিভিন্ন জায়গায় কাজ করি এবং যখন পূজা হয়, মুসলমান ভাইরা কাজ করেন। এ রকম সম্প্রীতির দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে বলে আমার জানা নেই।'
সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর উপস্থিত ছিলেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মনীন্দ্র কুমার নাথ সম্মেলনে সভাপতিত্ব করেন।