বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
স্কুল ছাত্রকে অপহরণ

গাড়িচালক নিজেও অপহৃত হওয়ার নাটক করেন

যাযাদি রিপোর্ট
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
গাড়িচালক নিজেও অপহৃত হওয়ার নাটক করেন

স্কুল ছাত্র ও গাড়িচালককে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে। অপহরণকারীরা স্কুল ছাত্রের পরিবারকে ফোন করে কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীদের কাছে ২০ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জানা গেল, এই অপহরণের মূল পরিকল্পনাকারী গাড়িচালক মো. কামরুল। তিনি নিজে অপহৃত হওয়ার নাটক করেছিলেন।

জিজ্ঞাসাবাদে ওই গাড়িচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গত বুধবার সকালে ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত স্কুল ছাত্র জামিনুর রহমান ব্যবসায়ী আনিসুর রহমানের ছেলে। জামিনুর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী। আনিসুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক কামরুল। অপহরণের ঘটনায় গত বুধবারই ধানমন্ডি থানায় অভিযোগ দেন ব্যবসায়ী আনিসুর রহমানের ভাই হাবিবুর রহমান। পুলিশকে না জানিয়ে স্বজনেরা অপহরণকারীদের কাছে ২০ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর স্কুল ছাত্র জামিনুর ও চালক কামরুল বাসায় ফিরে আসেন।

ডিবি পুলিশ বলছে, কামরুলকে জিজ্ঞাসাবাদ করার পর অপহরণের নেপথ্যের ঘটনা বেরিয়ে আসে। শুরু থেকেই তার আচরণ সন্দেহজনক ছিল। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে