শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালুর দাবি স্কপের

যাযাদি রিপোর্ট
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

বন্ধ কিংবা বেসরকারিকরণ না করে রাষ্ট্রীয় পাটকল ও চিনিকলগুলো আধুনিকায়ন করে চালুর দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।

এতে বলা হয়, পাটকল বা চিনিকলসমূহের লোকসানের দায়-দায়িত্ব শ্রমিকের না, আমলাতন্ত্রের ভুলনীতি আর দুর্নীতিই এই লোকসানের কারণ। অথচ দুর্নীতিবাজ আমলাতন্ত্রকে অক্ষত রেখে লোকসানের দায় শ্রমিকদের কাঁধে চাপিয়ে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। স্কপ কোনো অবস্থায় রাষ্ট্রীয় পাটকলসমূহ নির্বিঘ্নে লুটপাটের জন্য বেসরকারি মালিকদের কাছে হস্তান্তরকে মেনে নেবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানসমূহ বেসরকারিকরণের প্রক্রিয়া বন্ধ করা না হলে বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে স্কপ নেতা আহসান হাবিব বুলবুল বলেন, আমরা গত রোববার একটা সভা করেছি। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় পাটকল ও চিনিকলসমূহ বন্ধ ও বেসরকারিকরণের প্রতিবাদে আমরা আন্দোলন করব। আগামী ৫ ডিসেম্বর থেকে আমরা কর্মসূচি শুরু করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে