বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে সরকারি চাকরিজীবীরা

নতুনধারা
  ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ০১ ডিসেম্বর ২০২০, ১০:২৫

সচিবালয়ের মতো পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারীসহ সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা ও ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার সুপারিশ করা সত্ত্বেও সারা দেশের অন্যান্য সরকারি দপ্তরে সমপদে কর্মরত কর্মচারীগণ আগের পদবী ও বেতন স্কেলে রয়ে গেছেন। সংবিধান বিরোধী বৈষম্য দূর করার দাবিতে শনিবার সকালে 'বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্যপরিষদ' ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচির ঘোষণা করে। সংগঠনের মহাসচিব আবু নাসির খান তার বক্তব্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য অনুরোধ করেন এবং সুপারিশটি বাস্তবায়ন না হলে আগামী ১৭-২৪ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে কলম বিরতি এবং স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে