বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক

নতুনধারা
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। বেসরকারি ব্যাংকিং ক্যাটাগরিতে ব্যাংকটি যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড করপোরেট গভর্নেন্স ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড লাভ করেছে। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএবি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডির হাতে ওই পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন, আর্থিক প্রতিবেদন কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. হামিদ উলস্নাহ্‌ ভূঞা, আইসিএবির সভাপতি মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে