শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন কোনো অপশক্তিই ঠেকাতে পারবে না'

যাযাদি রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ যথাসময়ে সম্পন্ন করার দাবিতে ২৮ নভেম্বর শনিবার বিকাল ৩টায় দোলাইরপাড় চৌরাস্তায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বঙ্গবন্ধুর সৈনিকদের উদ্যোগে কৃষিবিদ ড. মো. আওলাদ হোসেনের নেতৃত্বে 'বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ'-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে ড. মো. আওলাদ হোসেন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যেমনিভাবে স্বাধীনতা ঠেকাতে পারেনি, ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তেমনিভাবে স্বাধীন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক 'বঙ্গবন্ধুর ভাস্কর্য' হবেই হবে। কোনো অপশক্তিই ঠেকাইয়া রাখতে পারবে না। বঙ্গবন্ধুর সৈনিকরা বুকের রক্ত দিয়ে হলেও 'বঙ্গবন্ধুর ভাস্কর্য' স্থাপন করবেই করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে সাম্প্রতিককালের ভয়াবহ করোনা মহামারি মোকাবিলা করে সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছেন। ১৯৭১-এ মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত শত্রম্নরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধিতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয়প্রতিপন্ন করার হীন চেষ্টা করছে। মহান মুক্তিযুদ্ধের সময়ে যেমনিভাবে ধর্মের দোহাই দিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তেমনিভাবে ভাস্কর্য ও মূর্তি সম্পর্কে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ৫২-এর সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি ও সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ আলমগীর, ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন চিস্তী, ৫১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী ইমতিয়াজ আহমেদ, ঢাকা জেলা পরিষদ সদস্য শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কোহিনুর বেগম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, কদমতলী থানা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুপুরসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে