চমেকের পার্কিংয়ে গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ২২ নভেম্বর ২০২০, ১০:১৭

যাযাদি ডেস্ক
শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে পার্কিংয়ে রাখা গাড়ির ওপর ভেঙে পড়া গাছ সরিয়ে নিতে তৎপরতা -যাযাদি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পার্কিংয়ের স্থানে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ব্যক্তিগত গাড়ি। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতাল কর্মচারী সমিতি কার্যালয়ের পাশে পার্কিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, পুলিশ ফাঁড়িসংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় একটি শুকনো গাছ ভেঙে পড়ে। এতে কেউ আহত হয়নি। তবে দুটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন গাড়িগুলোতে কোনো চালক বা যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গাছটি দীর্ঘদিন আগেই মরে গেলেও অপসারণ করা হয়নি। দুর্ঘটনার পর গাছটি অপসারণের চেষ্টা চলছে। এই স্থানে প্রতিদিন চিকিৎসকদের গাড়িসহ প্রায় শতাধিক গাড়ি পার্কিং করে রাখা হয়।