নীলাদ্রির কাব্য

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

নবাব শাহজাদা
লিখেছি এক কাব্য, ছিল নাম তার নীলাদ্রি। সেই মাধুর্যতা, মনে আসে মায়া, মিশে আছে অতীতের ছায়ার। কেউ হারায়, কেউ পায়, নতুন সুর, নতুন রথ। নীলাদ্রি, তুমি সেই কাব্য, যে কাব্যে মিশে আছে অতীত। ছিলে তুমি বাস্তব, হয়তো স্বপ্ন। থাকবে এই মনে, এক মহাকাব্য হয়ে। ছিল খুব আশা, মনে আসে মায়া, আর নেই মনে, কোনো হতাশা। স্বপ্নেরা খোঁজে নতুন পথ, বাস্তবতা চাই তোমার আশা। কিন্তু তুমি সেই কাব্য, হারানো না কি পাওয়া? মনের গভীরে বেজে ওঠে সুর, হৃদয়ে ছড়িয়ে পড়ে এক অবিরাম ব্যথা। দূরত্বে হারিয়ে গেছে আশা, ছিল তাতে একরাশ হতাশা।