হাসপাতালে

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আহাম্মদ উলস্নাহ
রোগে শোকে ভূত- আমাদের এ জরাজীর্ণ জীবন। চারদিকে চেয়ে দেখি- অশনি থাবা, ভয়ার্থ চোখ, অসুখ উলস্নাস। সারি সারি নারী-পুরুষ, বৃদ্ধা-বৃদ্ধ, শিশু, কিশোর-কিশোরী। মৃতু্যর হৃৎস্পন্দনে ক্লান্ত চাওয়াচাওয়ি সমস্ত ফ্লোর জুড়ে। জীবনের দৈর্ঘ্য কত ? চাওয়া-পাওয়া, খুবই ক্ষুদ্র- ক্ষীণ, এই মহেন্দ্রক্ষণে।