বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বসন্তরা বেঁচে থাকে

জান্নাতুল ফেরদৌস
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বসন্তরা বেঁচে থাকে

শীতের পাতাঝরা বৃক্ষগুলো যেন-

বিগত যৌবনা বৃদ্ধার মতো!

এতকাল দাঁড়িয়ে ছিল রিক্ত বেশে...

ঋতুরাজ আসিয়া....

তাহারে যেন দান করিল যৌবনের উম্মাদনা!

মৃতপ্রায় নগ্ন ডালে বাজে নব পলস্নবের আশীর্বাদ!

শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ তৃণ ঘাস!

কোকিলের কুহুতান আর

পাপিয়ার পিউ পিউ সুর!

দিগন্ত বিস্তৃত ধানের খেতে পাগলা হাওয়া সবুজ ঢেউ!

পাতায় পাতায় আলোর নাচন!

সূর্যের রক্তিম রঙে সাজে,

রক্ত হিম করা কৃষ্ণচূড়া, শিমুলের বন!

সেই সুখে ভ্রমরেরা তোলে মন্ত্রমুগ্ধ গুঞ্জন!

গাছে গাছে মুকুলের মৌ মৌ ঘ্রাণ!

মৌমাছির মতো ছুটে যায় কবিদের প্রাণ!

শেষ বিকেলের গোলাপি আভা

মিলিয়ে না যেতেই....

আকাশজুড়ে পসরা সাজিয়ে বসে সন্ধ্যাতারা!

তাই দেখে নববধূর সাজে সজ্জিত হয়...

জোনাকিদের পাড়া!

বসন্ত কি জানে!

কত কবি তার প্রেমে পড়ে....

লিখে শত চিঠি...!

বসন্ত কি জানে!

প্রকৃতি-মানব হৃদয়ের মেলবন্ধনে....

রচিত হয় কত প্রেমের সমাধি!

একটিবার, ক্ষণিকের তরে....

প্রতিটি মানব জীবনে বসন্তরা ঝড় তোলে!

জীবন চলিয়া যায়....

তবে বসন্তরা ইতিহাস হয়ে বেঁচে থাকে....

পৃথিবী যতদিন রয়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে