বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আমার ভালোবাসা দিবস

মো. ফরমান আলী
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আমার ভালোবাসা দিবস

আমাকে ভালোবাসার সন্ধান দাও,

আমি অনায়াসে পৌঁছে যাবো

সংঘাতময় নাগার্নো-কারাবাখ

কিংবা কশ্মীরের পেহেলগামের বেতাব ভ্যালি।

আমাকে ভালোবাসার সন্ধান দাও,

আমি পৌঁছে যাবো আটলান্টিকের তলদেশে অথবা হবো

এন্টার্কটিকায় বরফের বুক চিরে বয়ে চলা

একটি কালো রংয়ের সাবমেরিন।

আমাকে ভালোবাসার সন্ধান দাও,

আমি পৌঁছে যাবো পৃথিবীর যেকোন প্রান্তে,

যুদ্ধরত সৈনিকের বন্দুকের নলের ডগায়,

আমাকে ভালোবাসার সন্ধান দাও,

আমি ভালোবাসায় পাল্টে দিবো পৃথিবীর সকল যুদ্ধ,

জলে, স্থলে পৃথিবীর সর্বত্র,

ভালোবাসার চাদরে করবো আবৃত।

আমাকে ভালোবাসার সন্ধান দাও,

হে পৃথিবী বাসী!

অশ্রম্ন মুছে হাসো তবে,জীবনের হাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে