কারও মুখ ভাসে
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অলোক আচার্য
দুপুরের উঠান
পলেস্তরায় জ্বলছে দুপুরের রোদ
যাবতীয় নকশা আঁকা শেষে
অপেক্ষা-
অলক্ষ্যে দাঁড়িয়ে কেউ হাসে, দেখিনা
ঘ্রাণহীন ক্লান্ত দেহ!
ইষৎ ছায়া, তবু রাত প্রার্থনা করি
সে ফিরে আসুক
এই উঠান; নবান্নে।