মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মধুবালা, বসন্তের দিন এবং অন্যান্য

আহাম্মদ উলস্নাহ
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মধুবালা, বসন্তের দিন এবং অন্যান্য

বসন্তে একদিন নির্জন ঘাসের মাঠে -

জমিনের রূপ ফুলে ফুলে বসন্তের কথা বয়ে এনেছিল।

মধুবালা-

স্মৃতিচিহ্নে অমলিন তোমার মুখ; আসমানে জেগে উঠা অন্ধকারে।

বসন্তে ক্ষত নিয়ামক হয়;-

বৃক্ষের গায়ে জেগে উঠে পাতা।

ফুলে ফসলে জেগে উঠে ভূমি, ঝরে যায় মাঘের বেদনা।

মধুবালা বসন্ত হয়ে এসো- ফুলের প্রজাপতি হয়ে গায়;

ঝরে পড়ে রোজকার বেদনা, সূর্যের দিনের পথের ক্লান্তি।

মধুবালা- চির সবুজ বসন্ত এসে গেলো ডালে ফুলে,

পাখিরা রং মাখে গানে- মানুষ মনে।

যুদ্ধ শেষ হয় নতুন যুদ্ধের আহ্বানে।

মধুবালা।

বসন্তের ফুল ঝরে পড়ার আগে; আসমানে জেগে উঠা অন্ধকারে নতুবা-

বসন্ত ফুরিয়ে গেলে এসো বসন্ত হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে