জীবন যেন বৈঠাহীন নাবিক

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

খাদিজা আক্তার রিয়া
জীবন যেন হঠাৎ-ই মাকড়সার জাল হয়ে গেল! না খুঁজে পাচ্ছি পথ, না কোনও গন্তব্য! মনে হচ্ছে দীর্ঘ স্বপ্নগুলো চোখের সামনে খুব সহজে, নিপুণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। বলতে গিয়েও বলতে পারছি না ধরতে গিয়েও ধরতে পারছি না... আমার স্বপ্ন, আমার ইচ্ছে, সাজানো গোছানো কিছু স্মৃতি, কেউ একজন চূর্ণ-বিচূর্ণ করতে চাইছে। মন পুড়ে যাওয়ার এই কথা আমি কাউকে বলতে পারছি না, না পারছি সইতে! সত্যি, আমার জীবন আজ খুব অদ্ভুত মাঝনদীতে ভেসে বেড়ানো বৈঠাহীন নাবিক যেন!