মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

প্রেমের সাতকাহন

মতিউর জিসান
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রেমের সাতকাহন

প্রেমে পড়ার আগে ভাগে

জেনে নিতে হয়

কিসে রাগ, কিসে অভিমান

কিসে অভিনয়

কতটুকু আবেগী তার

মন-মন্ত্রণালয়।

প্রেমে পড়ার আগে ভাগে

মেনে নিতে হয়

গালে টোলের গভীরতা

ভালোবাসার নাব্যতা

চোখে জলের তীব্রতা

কতটুকু ভালোবাসা রয়েছে সঞ্চয়।

মন দেয়ার আগে ভাগে

বুঝে নিতে হয়

কিসে ব্যাথা, কি সে কথা

কিসে বাড়ে নীরবতা

কিসের মাঝে কালেভদ্রে

হারিয়ে যেতে হয়।

চিবুকে ক'টা তিল

ঠোঁটে ঠোঁটে কত মিল

মনে মনে কত অমিল

কতটা আলিঙ্গন হয়েছে অপচয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে