মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অনুভূতির আশ্বাস

নিশাত ফাতেমা
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অনুভূতির আশ্বাস

রাত যখন গভীর হয় মনের কোঠায়,

হাহাকার করে উঠে, অপ্রকাশিত ব্যগ্রতায়;

পৃথিবীতে কারো মধ্যরাত্রি, কারো সকাল।

অতল দৃশ্যমান পরিস্থিতি নিঃশব্দে মনের চোখে ভেসে উঠে,

মানবতা-শুদ্ধতা নিয়ে নিজেকে জাগ্রত করার ব্যাকুলতা।

চোখে ভেসে উঠে পৃথিবীর দিগদিগন্তের যুদ্ধ,

বিদ্রোহ, এক হাহাকার, অশান্তির ছবি!

কী করে পারি নিজেকে শান্ত করতে?

আমরা চাই শান্তি!

ধরার নেতৃত্ব যারা নিয়ন্ত্রণ করছেন,

তাদের মধ্যে উদারতা, সৌহার্দ্য, সহনশীলতা, সুশাসন,

সুন্দর পরিবেশ সৃষ্টি করে উপহার দিতে পারেন

বিশ্বের মানবকূলে।

মানুষ যুদ্ধ-বিগ্রহ চায় না, চায় শান্তি।

মানুষের রক্তে ধরাকে রঞ্জিত না করে,

এসো মানুষের পাশে দাঁড়াই।

হোক সেটা সামাজিক, ধর্মীয়, প্রতিটি ক্ষেত্রে বিপর্যয়ের মুখে।

যুদ্ধ কোনো সমাধান হতে পারে না,

এর ফলে মানব জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।

ইতোমধ্যে জ্বালানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতিতে বাড়ছে।

জনজীবন আতঙ্কে, অর্থনৈতিক বিপর্যস্ত,

মানুষের মধ্যে অস্থিরতা প্রতিনিয়ত বিরাজ করছে।

মাঝে মাঝে মনে হয়, লেখাগুলো দুঃসংবাদের মতো কালো অক্ষরে শোক যাত্রা;

এটা অতিক্রম করে মুক্তির বার্তা পৃথিবীতে বয়ে আসুক

প্রতিটি মানুষের প্রাণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে