একটি গোপন সন্ধ্যে এবং
একটি বেগুনী রাত্রির মায়াজালে
এখনো আমার নির্ঘুম রাত- ভোর হয়।
অগুনতি তারার আলোয়
পাশাপাশি নীরব কথোপকথন,
আজো ধ্বনি- প্রতিধ্বনি তোলে।
আমাকে পেছনে টানে
লোনা দেয়ালের গল্পগুলো।
তোমাকে ছুঁয়ে দেখা হয়নি...
অথচ, তোমার বুকপকেটে জমা রেখেছিলাম
পুরো একটা জীবন আমার।
থাকা হয়নি... থাকতে পারিনি ওখানে আমি।
তবুও এভাবেই বেঁচে থাকে স্বপ্নময় অতীত
বুকের অতলে, ছায়া হয়ে...
মায়ার গহন আঁধারে
তুমিহীন নিঃসঙ্গ জীবনে।